Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ আশ্বিন ১৪২৫, মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৩ অপরাহ্ণ
Globe-Uro

কৃষি জমিতে তেলচালিত পাওয়ার প্লান্ট বন্ধের দাবি


১৫ অক্টোবর ২০১৭ রবিবার, ১১:৪৪  পিএম

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি

বহুমাত্রিক.কম


কৃষি জমিতে তেলচালিত পাওয়ার প্লান্ট বন্ধের দাবি
ছবি : বহুমাত্রিক.কম

বগুড়া : বগুড়ায় কৃষি জমি ও আবাসিক এলঅকার অভ্যন্তরে তেল চালিত বিদ্যুৎ পাওয়ার প্লাণ্ট স্থাপন বন্ধের দাবিতে বগুড়া-নাটোর মহাসড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার বগুড়া শাজাহানপুরের বীরগ্রামে তেল পাওয়ার প্লান্ট স্থাপন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সেখানে ১১৩ মেগাওয়াটের ২টি বিদ্যুৎ প্লান্ট স্থাপন করা হচ্ছে। বিদ্যুৎ প্লান্ট টি তেল চালিত হওয়ায় বিষাক্ত কার্বন এবং তেজষ্ক্রিয় গ্যাস নির্গত হে কৃষি জমিতে প্লন্ট স্থাপনের ফলে কালো ধোঁয়ায় আশপাশের জমির ফসল, মুরগির খামার, ফল-মূলের গাছপালা পরিবেশ দূষণের শিকার হবে।
এছাড়া গর্ভবতী নারী, শিশু সহ স্থানীয়রা নানা রকম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ব্।

এলাকাবাসীর সাথে মনববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন শাজাহানপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সোহরাব হোসেন সান্নু, যুগ্ম-সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, বীরগ্রাম পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি ইউপি সদস্য আব্দুল মান্নান, কমিটির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য বিপ্লব হোসেন বিপুল, ইউপি সদস্য আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, সমাজ সেবক আলহাজ্ব মোসার আলী, বাচ্চু মিয়া, তারা মিয়া, সোহান, জিয়া প্রমুখ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।