Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৫, রবিবার ২১ অক্টোবর ২০১৮, ৩:০২ অপরাহ্ণ
Globe-Uro

কুয়েটে প্রস্তাবিত হাই-টেক পার্ক পরিদর্শনে প্রতিনিধি দল


১১ সেপ্টেম্বর ২০১৭ সোমবার, ০২:০৮  এএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


কুয়েটে প্রস্তাবিত হাই-টেক পার্ক পরিদর্শনে প্রতিনিধি দল
ছবি: বহুমাত্রিক.কম

খুলনা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রস্তাবিত হাই-টেক পার্কের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন ও তথ্য সংগ্রহে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এবং বিশ্বব্যাংক এর বিশেষজ্ঞ প্রতিনিধি দল কুয়েট সফর করেছেন।

রোববার কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এর সাথে তাঁর কার্যালয়ে বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরস্থ হাই-টেক পার্কের নির্ধারিত স্থান পরিদর্শন করেন প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলে ছিলেন আইসিটি ডিভিশনের বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি’র এনভাইরনমেন্টাল স্পেশালিস্ট (অতিরিক্ত সচিব) মোঃ বিল্লাল হোসেন, এসডিকেএইচটিপি এর প্রকিউরমেন্ট স্পেশালিস্ট হাবিবুল আজিজ, বিশ্বব্যাংকের সিনিয়র এনভাইরনমেন্টাল স্পেশালিস্ট এ এস হরিনাথ এবং এনভাইরনমেন্টাল স্পেশালিস্ট ইকবাল আহমেদ পিইঞ্জ।

এসময় প্রতিনিধি দলটি কুয়েটে প্রস্তাবিত হাই-টেক পার্কের জন্য নির্ধারিত স্থানে ৫তলা বিশিষ্ট ট্রেইনিং সেন্টার ও ইনকিউবেটর, সংযোগ সড়ক, বাউন্ডারী এবং মূল প্রবেশ পথ নির্মাণের স্থান ও বর্তমান অবস্থান পরিদর্শন করেন।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।