Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ৬:০৩ অপরাহ্ণ
Globe-Uro

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা আইনজীবীদের সম্মাননা


১৬ ডিসেম্বর ২০১৭ শনিবার, ০২:৪১  পিএম

সিরাজ প্রামাণিক

বহুমাত্রিক.কম


কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা আইনজীবীদের সম্মাননা
ছবি : বহুমাত্রিক.কম

 

কুষ্টিয়া : মহান বিজয় দিবসে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ৯ টায় জেলা আইনজীবী সমিতির হলভবনে বারের সভাপতি সিরাজ-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের অবদান, বীরত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বক্তব্য রাখেন কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন।

মুক্তিযোদ্ধা আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন-কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, অ্যাডভোকেট শামসুল আলম দুদু, অ্যাডভোকেট আঃ জলিল প্রমুখ। পরে সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।