Bahumatrik :: বহুমাত্রিক
 
২৯ অগ্রাহায়ণ ১৪২৫, বৃহস্পতিবার ১৩ ডিসেম্বর ২০১৮, ১:২৬ অপরাহ্ণ
Globe-Uro

কান চলচ্চিত্র উৎসবে শ্রীদেবীকে স্মরণ


১৪ মে ২০১৮ সোমবার, ০৫:৫৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


কান চলচ্চিত্র উৎসবে শ্রীদেবীকে স্মরণ

ঢাকা : বলিউডে প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীকে এবারের কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে স্মরণ করা হবে।

১৬ মে সন্ধ্যায় লা ম্যাজেস্টিক বিচে আয়োজন করা হবে টাইটান রেগিনাল্ড এফ. লুইস ফিল্ম অনার্স শীর্ষক অনুষ্ঠানের। যেখানে চলতি বছরে বিশ্বব্যাপী প্রয়াত তারকাদের সঙ্গে স্মরণ করা হবে।

জানা গেছে, শ্রীদেবীর স্মরণে অনুষ্ঠানটিকে সাজানো হবে এই অভিনেত্রীর স্মৃতিচিহ্ন ও সেরা কাজগুলোর ফুটেজ দিয়ে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও তার দুই মেয়ে জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর।


 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।