Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৫ ভাদ্র ১৪২৫, সোমবার ২০ আগস্ট ২০১৮, ২:৩৬ অপরাহ্ণ
Globe-Uro

কানাডিয়ান রেডিও টেলিস্কোপে রহস্যজনক সিগনাল


০৫ আগস্ট ২০১৮ রবিবার, ১০:৪৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


কানাডিয়ান রেডিও টেলিস্কোপে রহস্যজনক সিগনাল

ঢাকা : কানাডিয়ান রেডিও টেলিস্কোপে কোনো এক রহস্যজনক সিগনাল ধরা পড়েছে।ইউএসএ ডট কম এর রিপোর্ট অনুযায়ী, মনে করা হচ্ছে এই পৃথিবীর বাইরের কোনো অবস্থান থেকে এসেছে ওই সিগনাল। কয়েক মিলিসেকেন্ড স্থায়ী হয়েছিল সেই সিগনাল।

এটি একটি ফাস্ট রেডিও বার্স্ট বলে উল্লেখ করা হচ্ছে। বছর দশেক আগে এই ধরনের রেডিও সিগনাল প্রথম ধরা পড়েছিল। কিন্তু এর উৎস কোথায়, তা এখনও স্পষ্টভাবে জানাতে পারেননি বিজ্ঞানীরা। তবে এই গ্যালাক্সি বাইরে থেকেই ওই সিগন্যাল আসে বলে অনুমান করা হয়।

এই রহস্যজনক রেডিও সিগনালের ফ্রিকুয়েন্সি 700 MHz. The Canadian Hydrogen Intensity Mapping Experiment-এর টেলিস্কোপে ধরা পড়েছে এটি। রিপোর্ট বলছে হতে পারে এই সিগন্যাল কেনো নিউট্রন স্টার থেকে আসছে। কিংবা ব্ল্যাক হোলে কোনো বিস্ফোরণ বা এলিয়েনের উপস্থিতির সিগনালও হতে পারে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea
Intlestore

বিজ্ঞান -এর সর্বশেষ

Hairtrade