Bahumatrik :: বহুমাত্রিক
 
১ অগ্রাহায়ণ ১৪২৫, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ১:০২ অপরাহ্ণ
Globe-Uro

কানাডা প্রবাসীকে বিয়ে করলেন আমব্রিন


০৭ নভেম্বর ২০১৭ মঙ্গলবার, ০১:০৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


কানাডা প্রবাসীকে বিয়ে করলেন আমব্রিন

ঢাকা : বিয়ে করেছেন জনপ্রিয় মডেল ও উপস্থাপক আমব্রিনা সারজিন আমব্রিন। তার স্বামী কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরী। গত শনিবার কানাডার টরন্টোতে তাঁদের বিয়ে হয়েছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিয়ের খবর জানিয়েছেন আমব্রিন।

ফেসবুকে তিনি লেখেন, ‘বন্ধুরা, কেমন আছেন? এবার বিপিএলে কেন আমি নেই? গত কয়েক দিন ধরে ফেসবুকে অনেকেই আমাকে এই প্রশ্ন করছেন, জানতে চেয়েছেন, লিখেছেন অনেকেই নাকি আমাকে মিস করছেন। আপনাদের এই আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। কিন্তু এ মুহূর্তে আমি কানাডায়। ৪ নভেম্বর বিয়ে করেছি। আমার জীবনের নতুন এক অধ্যায় শুরু হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এ বছরের বিপিএলের জন্য অনেক অনেক শুভকামনা।’

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা দশে থাকা আমব্রিন মডেলিং আর উপস্থাপনায় খ্যাতি অর্জন করেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিভি অনুষ্ঠানের প্রেজেন্টার হিসেবেও জনপ্রিয়তা পান।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।