Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ ফাল্গুন ১৪২৫, মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৩:১৪ অপরাহ্ণ
Globe-Uro

কানাডায় গোলাগুলিতে ৪ জন নিহত


১০ আগস্ট ২০১৮ শুক্রবার, ১০:০১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


কানাডায় গোলাগুলিতে ৪ জন নিহত

ঢাকা : কানাডার পূর্বাঞ্চলের শহর ফ্রেডেরিক্টনের পুলিশ জানিয়েছে, সেখানে এক গোলাগুলির ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। ঘটনার পর এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। নিউ ব্রানসউইক প্রদেশের রাজধানী ফ্রেডেরিকটনের ব্রুকসাইড ড্রাইভ এলাকায় শুক্রবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলতে এবং নিজেদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে। গোলাগুলির কারণ এখনো পরিষ্কার নয়, তবে পুলিশ টুইটারে জানিয়েছে, ‘ঘটনা চলমান রয়েছে’।

স্থানীয় বাসিন্দা ডেভিড ম্যাককোবরি জানান, তিনি গুলিবর্ষণের ২০টির মতো শব্দ শুনেছেন। এসময় তিনি রান্না ঘরের মেঝেতে লুকিয়ে ছিলেন।তিনি স্থানীয় সময় সকাল ৭টার দিকে ব্রুকসাইড ড্রাইভ এলাকায় নিজের অ্যাপার্টমেন্টের বিছানা থেকে ৩৩ ফিট দূরে তিনটি গুলির শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠেন। পুলিশ কমপ্লেক্সে তল্লাশি চালিয়েছে। ম্যাককোবরির অ্যাপার্টমেন্টেও পুলিশ এসেছিল বলে জানান তিনি। ইউএনবি

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।