Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ আশ্বিন ১৪২৫, মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৪ অপরাহ্ণ
Globe-Uro

কমনওয়েলথ আইন মন্ত্রীদের সম্মেলনে আইন মূল বিষয় সংস্কারের অঙ্গীকার


২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার, ০৯:৩৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


কমনওয়েলথ আইন মন্ত্রীদের সম্মেলনে আইন মূল বিষয় সংস্কারের অঙ্গীকার

ঢাকা : কমনওয়েলথভুক্ত দেশসমূহের আইন মন্ত্রীদের বৈঠকে বাহামা ঘোষণায় সংশ্লিষ্ট দেশসমূহের নাগরিকদের আইন সেবা বৃদ্ধির চুক্তি ও অঙ্গীকারের মধ্যদিয়ে সম্মেলন শেষ হয়।

মঙ্গলবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বৈঠকে সন্ত্রাস দমন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ ছিল আলোচনার প্রধান বিষয়।

তিন দিনের সম্মেলনে বিস্তারিত আলোচনা শেষে মন্ত্রীরা বিভিন্ন ক্ষেত্রে আইনের মূল কিছু বিষয় সংস্কারের অঙ্গীকার ব্যক্ত করেন।

তারা তাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কিভাবে সরকারের সঙ্গে আইনের পরামর্শক এবং স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, আর্থিক ব্যবস্থাপনা ও অন্যান্য সংশ্লিষ্ট জটিল সেবাসমূহের আইনের কাঠামো উন্নয়নে কাজ করবেন সেসব ব্যাপারে আলোচনা করেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ‘এই সম্মেলনে যেসব ইস্যু উত্থাপন করা হয়েছে তা আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক এবং আমরা এখানে এসেছি তা গুরুত্বপূর্ণ। আমরা এখানে আমাদের অভিজ্ঞতা বিনিময় করেছি এবং এসব বিষয়ের উন্নয়নে আমাদের ভাবনার বিনিময় করেছি।’

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

আইন -এর সর্বশেষ