Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ বৈশাখ ১৪২৬, শুক্রবার ১৯ এপ্রিল ২০১৯, ৬:৩৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কবি নজরুলের সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা


২৭ আগস্ট ২০১৮ সোমবার, ১২:০৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


কবি নজরুলের সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ঢাকা : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের ভক্ত-অনুরাগীরা।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত কবির সমাধিতে শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক দলের সদস্যরা। নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় দেশ গঠনের আহ্বান ছিল ফুল দিতে আসা প্রতিটি মানুষের।

তবে, শুধু দিবস কেন্দ্রিক শ্রদ্ধাঞ্জলি নয়, সমাজ ও রাষ্ট্রে নজরুলের চেতনা প্রতিষ্ঠায় সবাইকে কাজ করার আহ্বান ছিল কবি পরিবারের সদস্যদের।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।