Bahumatrik :: বহুমাত্রিক
 
২৮ কার্তিক ১৪২৫, মঙ্গলবার ১৩ নভেম্বর ২০১৮, ৮:৩৮ পূর্বাহ্ণ
Globe-Uro

‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন’


১৬ অক্টোবর ২০১৭ সোমবার, ০১:১১  এএম

ঝালকাঠি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন’
ছবি : বহুমাত্রিক.কম

 

ঝালকাঠি : ‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন’ স্লোগানে ঝালকাঠিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা শিশু একামেডিসহ বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুজ্জামানের সভাপতিত্বে কন্যা শিশু সমাবেশের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, শিক্ষক শিমুল সুলতানা হ্যাপি প্রমূখ। শিশু সমাবেশ শেষে শিশু একাডেমির ক্ষুদে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।