Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৮ শ্রাবণ ১৪২৫, সোমবার ২৩ জুলাই ২০১৮, ৩:৪৬ অপরাহ্ণ
Globe-Uro

কথাসাহিত্যিক শওকত আলী লাইফ সাপোর্টে


০৬ জানুয়ারি ২০১৮ শনিবার, ০৪:১৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


কথাসাহিত্যিক শওকত আলী লাইফ সাপোর্টে
ফাইল ছবি

ঢাকা : একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক শওকত আলীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি ফুসফুসের জটিল রোগে আক্রান্ত।

৮১ বছর বয়সী এই সাহিত্যিকের ছেলে আসিফ শওকত কল্লোল সাংবাদিকদের জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তার বাবাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে শনিবার সন্ধ্যায় ৬টায় চিকিৎসকরা ব্রিফ করবেন বলেও জানান তিনি।

এর আগে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত শওকত আলীকে গত বৃহস্পতিবার দুপুরে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার থানা শহর রায়গঞ্জে জন্ম নেওয়া শওকত আলী ছাত্র জীবনে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও কিছুদিন পরে শিক্ষকতায় যোগ দেন তিনি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea
Intlestore

ভাষা ও সাহিত্য -এর সর্বশেষ

Hairtrade