Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ মাঘ ১৪২৫, রবিবার ২০ জানুয়ারি ২০১৯, ১:৩১ অপরাহ্ণ
Globe-Uro

কথাসাহিত্যিক শওকত আলীর অবস্থা স্থিতিশীল


০৬ জানুয়ারি ২০১৮ শনিবার, ১১:৫৫  এএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


কথাসাহিত্যিক শওকত আলীর অবস্থা স্থিতিশীল
ফাইল ছবি

ঢাকা : অসুস্থ কথাসাহিত্যিক শওকত আলীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তিনি ফুসফুসের সংক্রমণে গুরুতর অসুস্থ ছিলেন। রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি।

একুশে পদকপ্রাপ্ত এই সাহিত্যিককের চিকিৎসার তত্ত্বাবধান করছেন হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক সমীরণ চক্রবর্তী।

গত বৃহস্পতিবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তরের পর এ পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, শওকত আলীর শারীরিক অবস্থাও খুব ভালো নয়। তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

শওকত আলীর ছেলে আসিফ শওকত কল্লোল জানান, শুক্রবার তার বাবা চোখ খুলতে পেরেছেন। তবে তার শরীরের অন্য কোনো অঙ্গ সাড়া দিচ্ছে না।

শওকত আলী ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি এবং সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে শিক্ষকতায় যোগ দেন।

তিনি বিংশ শতাব্দীর শেষভাগে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গল্প ও উপন্যাস লিখে খ্যাতি অর্জন করেন। কথাসাহিত্যে অবদানের জন্য ১৯৯০ সালে একুশে পদক পান শওকত আলী।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।