Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৬ আষাঢ় ১৪২৫, বুধবার ২০ জুন ২০১৮, ৩:৪৮ অপরাহ্ণ
Globe-Uro

কক্সবাজারে সাংবাদিকের উপরে হামলার প্রতিবাদ ঠাকুরগাঁওয়ে


২৬ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার, ০১:৪১  এএম

ঠাকুরগাঁও প্রতিনিধি

বহুমাত্রিক.কম


কক্সবাজারে সাংবাদিকের উপরে হামলার প্রতিবাদ ঠাকুরগাঁওয়ে
ছবি : বহুমাত্রিক.কম

ঠাকুরগাঁও : সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কক্সবাজারের রামু উপজেলা প্রতিনিধি দিদারুল আলম জিসানের উপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে সাংবাদিক, রাজনীতিবিদ, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি শাকিল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি মনসুর আলী, দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন ফেরদৌস, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি এসএম জসিম উদ্দীন, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি পার্থ সারথী দাস, দৈনিক বণিক বার্তার প্রতিনিধি জিয়াউর বকুল, মাইটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান, দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি আসাদুজ্জামান শামীম, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি তানভীর হাসান তানু, জাগোনিউজের প্রতিনিধি রবিউল এহসান রিপন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি নবীন হাসান, বিজয় টিভির প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টু, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি আল মামুন জীবন, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি খুরশিদ আলম শাওন, দৈনিক আজকের প্রতিভার বালিয়াডাঙ্গী প্রতিনিধি আব্দুস সবুর, দৈনিক মানববার্তা পত্রিকার রুহিয়া প্রতিনিধি মকবুল হোসেন, দৈনিক মাতৃছায়া পত্রিকার জেলা প্রতিনিধি আবুল খায়ের, স্থানীয় সাপ্তাহিক উত্তর কথা পত্রিকার স্টাফ রিপোর্টার জুনাইদ কবির, নিউজ বাংলাদেশের প্রতিনিধি নাহিদ রেজা, দৈনিক সকালের খবর পত্রিকার প্রতিনিধি মাহমুদুল হাসান বাপ্পী, দৈনিক মানববার্তা পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল আউয়াল, চ্যানেল এসটিভির জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, দৈনিক নবচেতনা পত্রিকার প্রতিনিধি শরিফুল ইসলাম, বিডিমর্নিং এর প্রতিনিধি রাশেদুজ্জামান সাজু সহ অনেকে।

বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কক্সবাজার জেলার রামু উপজেলা প্রতিনিধি দিদারুল আলম জিসানের উপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। না হলে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকরা কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea
Intlestore

গণমাধ্যম -এর সর্বশেষ

Hairtrade