Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ৬:০৩ অপরাহ্ণ
Globe-Uro

এমপি ইউসুফের চিকিৎসার ব্যবস্থা করতে চট্টগ্রামের ডিসিকে নির্দেশ 


০৭ জানুয়ারি ২০১৮ রবিবার, ০৬:৩১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


এমপি ইউসুফের চিকিৎসার ব্যবস্থা করতে চট্টগ্রামের ডিসিকে নির্দেশ 

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মাদ ইউসুফের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রামের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান এই নির্দেশ চট্টগ্রামের জেলা প্রশাসককে পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সোস্যাল মিডিয়ায় কয়েক বছর থেকে সাবেক এমপি মোহাম্মাদ ইউসুফের অসুস্থতা ও মানবেতর জীবনযাপনের খবর প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়।
এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী চট্টগ্রামের ডিসিকে মোহাম্মাদ ইউসুফের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।