Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ৭:১৭ অপরাহ্ণ
Globe-Uro

এবিএম মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুতে মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক


১৫ ডিসেম্বর ২০১৭ শুক্রবার, ০২:২৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


এবিএম মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুতে মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক

ঢাকা : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজা‌ম্মেল হক।

শুক্রবার এক শোকবার্তায় ‌তি‌নি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তি‌নি বলেন, তাঁর মৃত্যুতে চট্টগ্রামবাসী তথা বাংলা‌দেশ বঙ্গবন্ধুর আদর্শের একজন এক‌নিষ্ট সৈ‌নি‌ককে হারা‌লো। বংলা‌দে‌শের রাজনী‌তির ই‌তিহা‌সে এবিএম মহিউদ্দীন চৌধুরীর নাম স্বর্ণাক্ষ‌রে লিখা থাক‌বে।

বৃহস্পতিবার দিনগত রাতে চট্টগ্রাম নগরীর এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি অনেক দিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।