Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ চৈত্র ১৪২৫, বৃহস্পতিবার ২১ মার্চ ২০১৯, ২:৩৩ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

এবার বড়পর্দায় মালালার জীবনী


০৬ জুলাই ২০১৮ শুক্রবার, ১১:৩২  এএম

বহুমাত্রিক ডেস্ক


এবার বড়পর্দায় মালালার জীবনী

ঢাকা : নোবেল পুরস্কারের তালিকায় নাম লিখিয়েছিলেন বছর চারেক আগে। এবার চলচ্চিত্রে ঠাঁই পেয়েছেন জঙ্গিবাদকে বুড়ো আঙ্গুল দেখানো পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই। দুঃসাহসিক এই চরিত্রকে নিয়ে ‘গুল মাকাই’ শিরোনামে সিনেমা বানাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক আমজাদ খান।

ইতিমধ্যে ছবিটির একটি পোস্টার প্রকাশিত হয়েছে। ‘গুল মাকাই’ ছবির পোস্টারে দেখা যায়, পাকিস্তানি এক তরুণী বই হাতে দাঁড়িয়ে আছে এবং বইসহ তাঁর মুখমণ্ডলের অর্ধেক ধাউ ধাউ করে পুড়ছে। ছবির স্লোগান- একটি শিশু, একজন শিক্ষক এবং একটি কলমই পারে গোটা বিশ্বকে বদলে দিতে।

‘গুল মাকাই’ ছবিতে মালালার চরিত্রে অভিনয় করবেন ভারতীয় অভিনেত্রী রিম সামির শেখ। এছাড়া অন্যান্য চরিত্রে দেখা যাবে দিব্য দত্ত, মুকেশ ঋষি ও অভিমন্যু সিং-কে। ছবির বেশীরভাগ অংশের শুটিং হবে কাশ্মীরে। চলতি বছরের ১২ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।