Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ অগ্রাহায়ণ ১৪২৫, রবিবার ১৮ নভেম্বর ২০১৮, ৬:১৭ অপরাহ্ণ
Globe-Uro

এতিম শিশুদের ঈদের পোশাক দিলেন শিল্পমন্ত্রী


১৫ জুন ২০১৮ শুক্রবার, ০৩:৩৬  এএম

ঝালকাঠি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


এতিম শিশুদের ঈদের পোশাক দিলেন শিল্পমন্ত্রী
ছবি : বহুমাত্রিক.কম

ঝালকাঠি : ঝালকাঠিতে এতিম ও অসহায় শিশুদের ঈদের পোষাক বিতরণ করা হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সরকারি শিশু পরিবারের ৮০ জন শিশুর হাতে ঈদের পোশাক তুলে দেন। ঈদের আগেই নতুন পোষাক পেয়ে খুশি এতিম শিশুরা।

বৃহস্পতিবার বিকেলে সমাজসেবা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

ঝালকাঠি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আখতারুজ্জামান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারে ৮০ জন শিশুকে ঈদের পোশাক তুলে দেন শিল্পমন্ত্রী।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

শিশুর রাজ্য -এর সর্বশেষ