Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

উত্তরা ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষ উদযাপন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩১, ১৫ এপ্রিল ২০১৮

আপডেট: ০১:৩৪, ১৫ এপ্রিল ২০১৮

প্রিন্ট:

উত্তরা ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষ উদযাপন

ছবি : বহুমাত্রিক.কম

ঢাকা : শনিবার বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন করেছে উত্তরা ইউনিভার্সিটি। নতুন বর্ষকে বরন করে নিতে সকাল ১০ টায় উত্তরা ইউনিভার্সিটি হাউজবিল্ডিং থেকে রাজলক্ষী পর্যন্ত একটি মঙ্গল শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রায় অংশ নেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আজিজুর রহমান এবং উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা সহ উত্তরা ইউনিভার্সিটির সকল ডিন, চেয়ারম্যান, প্রফেসর এবং সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 

মঙ্গল শোভাযাত্রার পরে উত্তরা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তন বাড়ী: ০৭, রোড: ১৬, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা- ১২৩০ এ বাংলা নববর্ষ- ১৪২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়।

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম আজিজুর রহমান, উপাচার্য, উত্তরা ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা, উপ-উপাচার্য, উত্তরা ইউনিভার্সিটি।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer