Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ৭:০৪ অপরাহ্ণ
Globe-Uro

ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সালেহ নিহত


০৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার, ০১:০৬  এএম

বহুমাত্রিক ডেস্ক


ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সালেহ নিহত

ঢাকা : বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র নিহতের খবর ঘোষণা করেছে। 

সালেহ শনিবার ইরান সমর্থিত হুদি বিদ্রোহীদের সঙ্গে তার জোটের সম্পর্কের ইতি ঘোষণা করেন। তারা যৌথভাবে তিন বছর ওই এলাকা শাসন করেছেন।

৭৫ বছর বয়সী এই শক্তিশালী নেতা প্রায় তিন দশক ধরে ইয়েমেন শাসন করার পর ২০১২ সালে রাজনৈতিক চাপের মুখে ক্ষমতাচ্যুত হন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

সংবাদে বিশ্ব -এর সর্বশেষ