Bahumatrik :: বহুমাত্রিক
 
২ মাঘ ১৪২৫, বুধবার ১৬ জানুয়ারি ২০১৯, ৫:২৪ পূর্বাহ্ণ
Globe-Uro

ইফতার সামগ্রী নিতে গিয়ে চট্টগ্রামে পদদলিত হয়ে ৯ নারীর মৃত্যু


১৪ মে ২০১৮ সোমবার, ০২:০৯  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


ইফতার সামগ্রী নিতে গিয়ে চট্টগ্রামে পদদলিত হয়ে ৯ নারীর মৃত্যু

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ৯ নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। 

চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।সোমবার সকালে উপজেলার নলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইস্পাত তৈরির প্রতিষ্ঠান কেএসআরএম এর কর্মকর্তা বিভিন্ন গণমাধ্যমকে বলেন, তাদের কোম্পানির পক্ষ থেকে সকালে দুস্থ-গরিবদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছিল। সে সময় অধিক ভিড়ের মধ্যে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।