Bahumatrik Logo
 
১১ শ্রাবণ ১৪২৪, বৃহস্পতিবার ২৭ জুলাই ২০১৭, ২:৪৯ পূর্বাহ্ণ
Globe-Uro

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৮


০৩ জুলাই ২০১৭ সোমবার, ১২:৪৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক

বহুমাত্রিক.কম


ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৮

ঢাকা : ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। সোমবার দেশটির এক কর্মকর্তা একথা জানান।

ইন্দোনেশিয়ার তল্লাশী ও উদ্ধার সংস্থার ওই হেলিকপ্টারে চার উদ্ধারকর্মী ও নৌবাহিনীর চারজন ক্রু ছিলেন। 

হেলিকপ্টারটি রোববার জাভার মধ্যাঞ্চলীয় তেমাংগুংয়ের একটি পাহাড়ে বিধ্বস্ত হয়।

উদ্ধারকারী সংস্থাটির প্রধান মুহাম্মাদ সিয়াউগি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, দুর্ঘটনাস্থল থেকে সবগুলো লাশ উদ্ধার করে সনাক্ত করা হয়েছে।

হেলিকাপ্টারটি মধ্য জাভার পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। সেখানে রোববার বিকেলে দিয়েং প্লাতিয়াউয়েতে একটি আগ্লেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Pushpadum Resort
Intlestore

বিমান ও পর্যটন -এর সর্বশেষ

Hairtrade