Bahumatrik :: বহুমাত্রিক
 
১২ চৈত্র ১৪২৫, মঙ্গলবার ২৬ মার্চ ২০১৯, ২:১৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আমি যখন মন্ত্রী, জাপার তখন জন্মও হয়নি: অর্থমন্ত্রী


১১ জুন ২০১৮ সোমবার, ০৭:৪৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


আমি যখন মন্ত্রী, জাপার তখন জন্মও হয়নি: অর্থমন্ত্রী

ঢাকা : এরশাদের সামরিক সরকারের সময় মন্ত্রী থাকলেও কখনই জাতীয় পার্টির সদস্য ও পার্টির মন্ত্রীর দায়িত্ব পালন করেন নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্যের সমালোচনা করতে গিয়ে এ কথা বলেন অর্থমন্ত্রী। এসময় পরবর্তীতে এধরণের কথা বললে ব্যবস্থা নেয়ার হুমকিও দেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‌একটা কথা আমি বার বার বলেছি, আজ আবারও বলছি আমি কখনও জাতীয় পার্টির সদস্যও ছিলাম না, আর মন্ত্রীও ছিলাম না। এরশাদের যখন সামরিক সরকার ছিলেন সেই সময় এর মন্ত্রী ছিলাম।`

তিনি আরো বলেন, `জাতীয় পার্টির তখন জন্মও হয়নি। জাতীয় পার্টির জন্ম হওয়ার আগেই আমি সরকার থেকে পদত্যাগ নিয়ে চলে যাই। আমার অনুরোধ জাতীয় পার্টির সদস্যরা এটি ভবিষ্যতে মনে রাখবেন। যদি মনে না রাখেন তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবো।`

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।