Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ চৈত্র ১৪২৫, বুধবার ২০ মার্চ ২০১৯, ৩:২৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আজও রাজধানীতে শিলাবৃষ্টি হতে পারে


১৬ এপ্রিল ২০১৮ সোমবার, ১২:২৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


আজও রাজধানীতে শিলাবৃষ্টি হতে পারে

ঢাকা : সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে অভ্যন্তরীণ নদীবন্দরের সমূহের কোনো সতর্কবার্তা নেই।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালীসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বিজলী চমকানোর সঙ্গে সাময়িকভাবে দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

সোমবার সূর্যোদয় হয় ৫টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২০ মিনিটে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।