Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ অগ্রাহায়ণ ১৪২৫, সোমবার ১৯ নভেম্বর ২০১৮, ৪:৫৭ পূর্বাহ্ণ
Globe-Uro

আকিব শিকদার এর দু’টি কবিতা


২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার, ০৩:২০  এএম

বহুমাত্রিক.কম


আকিব শিকদার এর দু’টি কবিতা

মানুষই মানুষকে পারে বদলাতে

একটু আঘাত যদি পাই, জ্বলে উঠবো আক্রোশে
বারুদে বারুদ ঘষা খেলে যেমন জ্বলে ওঠে
একটু আদর যদি দাও, গলে যাবো ভালোবেসে
প্রজাপতির পাখার বাতাসে যেমন ফুল ফোটে।

আঘাত নাকি আদর, বলো, কোনটা আমায় দেবে...?
মানুষই মানুষকে পারে বদলাতে- দেখেছি ভেবে।

একরোখা

যে আমায় চিনতে পারে আমি তারেই চিনি
যে আমার মূল্য জানে, আমি তারেই জানি
হোক সে অচল মূল্যহীন, তবু মূল্য দিয়ে কিনি।

যে আমায় ভুলে যায় আমি তারেই ভুলে থাকি
তার সকল স্মৃতি গোপন সিন্ধুকে যত্নে তুলে রাখি
স্নিগ্ধ মুখের মধুর বচন কালো পর্দায় ঢাকি।

যে আমায় বলেছিল একলা থেকো, চাইনা তো তার সঙ্গ
পণ করেছিলাম সঙ্গী হবো, হোক না সে পণ ভঙ্গ
জীবনসংসার- সে তো পণ ভাঙ্গারই স্থান, মঞ্চরঙ্গ।

বলেছিল সে-জীবে সদয় হও, মেরো না পশু
ধর্ম চুলোয় যাক, আমি নিজেই নিজের যীশু
একরোখা এক মানুষ আমি, মুখোশধারী পশু।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।