Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ মাঘ ১৪২৫, রবিবার ২০ জানুয়ারি ২০১৯, ৬:৪৯ পূর্বাহ্ণ
Globe-Uro

আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু ২৬ জানুয়ারি


১০ জানুয়ারি ২০১৮ বুধবার, ১০:১৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক

বহুমাত্রিক.কম


আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু ২৬ জানুয়ারি

ঢাকা : একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২৬ জানুয়ারি থেকে দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মপ্রাণ মুসলমানদের বড় জমায়েত (পবিত্র হজের পর) বিশ্ব ইজতেমার বিষয়টি বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দেশব্যাপী সাংগঠনিক সফরের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১২ জানুয়ারি থেকে আওয়ামী লীগের দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।