Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ চৈত্র ১৪২৫, শনিবার ২৩ মার্চ ২০১৯, ৬:৪২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আইসিইউ থেকে জাফর ইকবালকে কেবিনে স্থানান্তর


০৭ মার্চ ২০১৮ বুধবার, ০৭:৩৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


আইসিইউ থেকে জাফর ইকবালকে কেবিনে স্থানান্তর

ঢাকা : বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে রাজধানীর সিএমএইচ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

তবে তিনি কবে বাড়ি ফিরবেন, সে সিদ্ধান্ত পরিবারের বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ৩ মার্চ বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ছুরি দিয়ে এই লেখক-অধ্যাপকের মাথায় আঘাত করে হামলাকারী।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।