Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ আশ্বিন ১৪২৫, মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪১ অপরাহ্ণ
Globe-Uro

অসুস্থ মহিউদ্দিনে চৌধুরীকে দেশের বাইরে নেওয়া হচ্ছে


১৩ নভেম্বর ২০১৭ সোমবার, ১২:৫৯  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


অসুস্থ মহিউদ্দিনে চৌধুরীকে দেশের বাইরে নেওয়া হচ্ছে

ঢাকা : উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে দেশের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবার।

বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

রোববার রাতে প্রথম দফায় ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। সোমবার সকালে এসব কথা বলেন তার ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, তার বাবার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং ডাক্তার জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত। মহিউদ্দিন চৌধুরীকে ইতিপূর্বে সিঙ্গাপুরে ডাক্তার দেখানো হলেও এবার ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।