১৩ জানুয়ারি ২০১৮ শনিবার, ০৭:৫২ পিএম
বহুমাত্রিক ডেস্ক
![]() |
ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিন বিশিষ্টজনকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও এ্যাপোলো হাসপাতালে যান।
চিকিৎসাধীন এসব বিশিষ্টজনরা হচ্ছেন- চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফ, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের পিতা শরিফুল হক।
পর দিকে অবিভক্ত কুমিল্লা জেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি অ্যাডভোকেট আহমেদ আলীকে এ্যাপোলো হাসপাতালে দেখতে যান ওবায়দুল কাদের। এ সময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বাংলাদেশ আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।