Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ মাঘ ১৪২৫, বৃহস্পতিবার ১৭ জানুয়ারি ২০১৯, ৯:৪৬ অপরাহ্ণ
Globe-Uro

অবিকল পৃথিবীর মতো আরও একটি সৌরমণ্ডলের সন্ধান


১৫ ডিসেম্বর ২০১৭ শুক্রবার, ১০:৩৪  এএম

বহুমাত্রিক ডেস্ক


অবিকল পৃথিবীর মতো আরও একটি সৌরমণ্ডলের সন্ধান
ফাইল ছবি

ঢাকা : আমাদের পৃথিবীর মতো অবিকল আরও একটি সৌরমণ্ডল আছে বলে জানিয়ে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
 
নাসার তরফে জানানো হয়, যেহেতু এই সৌরমণ্ডলের চেহারা অবিকল আমাদের মতোই। এমনকি সেখানকার আটটি গ্রহ সাজানো হয়েছে আমাদের সৌরমণ্ডলের মতোই। তাই সেই মুলুকে প্রাণের হদিস পাওয়ার সম্ভাবনা আরও জোরাল হলো বলে দাবি সংস্থাটির।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে নাসা নতুন নতুন গ্রহের সন্ধানের কাজ শুরু করে। এরপর ২০১১ সালের ডিসেম্বরের দিকে প্রথমবারের মতো নাসার কেপলার টেলিস্কোপের মাধ্যমে পৃথিবীর মতো প্রাণী বসবাসের উপযোগী আরেকটি নতুন গ্রহের সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করে।

নাসার দাবি ছিল, কেপলার-২২বি নামে গ্রহটি আকারে পৃথিবীর চেয়ে বড় এবং আমাদের সৌরমণ্ডলের বাইরে এর অবস্থান হলেও পৃথিবীর সঙ্গে রয়েছে অনেক মিল। এ কারণে গ্রহটিকে বলা হয় ‘সুপার-আর্থ’।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।