Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৬ আষাঢ় ১৪২৫, বুধবার ২০ জুন ২০১৮, ৩:৪৬ অপরাহ্ণ
Globe-Uro

অবশেষে রাজ-শুভশ্রীর আংটি বদল


০৭ মার্চ ২০১৮ বুধবার, ১২:৩৪  পিএম

বহুমাত্রিক ডেস্ক


অবশেষে রাজ-শুভশ্রীর আংটি বদল

ঢাকা : জল্পনা কল্পনা চলছিল অনেক আগে থেকেই। সমস্ত রটনার অবসান ঘটিয়ে এবার আংটি বদল করলেন নির্মাতা রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।মঙ্গলবার রাজের আনন্দপুরের ফ্ল্যাটে তাদের বাগদান সম্পন্ন হয়। রেজিস্ট্রিও হয় এদিনই।

তবে বিয়ে নিয়ে রাজ আর শুভশ্রীর ভেতর শুভশ্রীই বেশি উত্তেজিত এমনটা জানালেন শুভশ্রীর কাছের মানুষেরা। এনগেজমেন্টের আংটিও নিজেই পছন্দ করেছেন শুভশ্রী।বিয়ের পর শুভশ্রী রাজের পরিবারের সাথেই থাকতে চান।

বাগদানের অনুষ্ঠানটি বেশ নীরবেই হয়েছে বলা চলে। খুব বেশি মানুষকে বলা হয়নি এই অনুষ্ঠানে। জানা গেছে, রুদ্রনীল ঘোষ, প্রযোজক শ্যামসুন্দর দে, নীল রায় উপস্থিত ছিলেন রাজের ঘনিষ্ঠজন হিসেবে।অনুষ্ঠানপর্ব মিটে গেলে টুইট করে নিজেদের আংটিবদলের কথা জানান।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।