Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৩০ অগ্রাহায়ণ ১৪২৪, বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর ২০১৭, ৪:০৮ অপরাহ্ণ
Globe-Uro

অপু বিশ্বাস তালাক নোটিশ গ্রহণ করেননি


০৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার, ১২:৫১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


অপু বিশ্বাস তালাক নোটিশ গ্রহণ করেননি

ঢাকা : চিত্রনায়ক শাকিব খানের পাঠানো তালাক নোটিশ গ্রহণ করেন নি চিত্রনায়িকা অপু বিশ্বাস।

অপু নোটিশ গ্রহণ করেননি, এমনকি তার বাসার দারোয়ানও নোটিশ গ্রহণ করতে সম্মত হননি। তালাক নোটিশ অপুর বাসায় বারবার গিয়ে ঘুরে এসেছে বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে অপুর সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে তালাক নোটিশ প্রসঙ্গে অপু বলেছেন, ‘গণমাধ্যমের খবরে জেনেছি শাকিব আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। কিন্তু আমি তা হাতে পাইনি। কারণ আমি বাসায় ছিলাম না।’

ভারতের হায়দ্রবাদ থেকে বিষয়টি নিশ্চিত করে শাকিব বলেন, ‘৩০ নভেম্বর হায়দ্রাবাদ যাওয়ার আগে তালাক নোটিশে স্বাক্ষর করেছি।’

এ দিকে সোমবার বিকালে ‘অপুর বাসায় শাকিবের ডিভোর্স লেটার’ পাঠানোর খবরটি চড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অপুর নিকেতনের বাসার সামনে ভিড় করেন গণমাধ্যমকর্মীরা। তবে তাকে পাওয়া যায়নি সেখানে।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।