Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৭ ফাল্গুন ১৪২৪, মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি ২০১৮, ৭:৫৬ পূর্বাহ্ণ
Globe-Uro

অন্ধকারের মৃত কুঁড়ি


২৭ অক্টোবর ২০১৭ শুক্রবার, ০২:২৬  পিএম

সৌম্যজিৎ বসাক

বহুমাত্রিক.কম


অন্ধকারের মৃত কুঁড়ি

 

প্রেমের কুঁড়ি ফুটলো বলে
মিষ্টি গন্ধে হচ্ছে ভোর,
রবির তেজের শেষ স্পর্শে
রাত্রি যেন ধর্ষণখোর।
রাজনীতির মধ্যে থাকে এরা
তকমা পায় ধর্ষক বলে,
বিচারে হয় ফাঁসির হুকুম
নারী তখন কাঁদতে ভোলে।
স্টোনম্যানের ওই শক্ত পাথর
যখন পরে মাথায় মাথায়,
প্রেম তখন ধর্ষণ নয়
খুনির হাতে জিতে দাঁড়ায়।
সময় নাকি ভিক্ষা করে
প্রেমকে বলে ধর্ষিও না,
ধনীর হাতে জল ঝরিয়ে
শরীরটাকে বিকিও না।
মধ্যরাতের ধ্রুপদী আকাশে
নিভে যায় ঐ চাঁদের আলো,
অন্ধকারের নিস্তব্ধতায়
প্রেম ভালোবাসার যুদ্ধ ভালো।
শ্মশানের চিতায় পুড়ে মরে
পবিত্র প্রেমের গভীর ক্ষত,
কবরের জীবন্ত লাশের স্থান
অন্ধকারময় বসুন্ধরার মত।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।