Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

সোমবার বার কাউন্সিল নির্বাচন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ১৪ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সোমবার বার কাউন্সিল নির্বাচন

ঢাকা : আইনজীবীদের নিয়ন্ত্রণ ও তদারককারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন সোমবার। সারা দেশে ৭৮টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হবে।

ভোটের সময় আইনজীবীদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি দেখাতে হবে। এ ভোটের মাধ্যমে সারা দেশের ৪৩ হাজার ৭১৩ জন আইনজীবী তিন বছরের জন্য তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন। এ নির্বাচনের লক্ষ্যে সরকার সমর্থক ও বিএনপি সমর্থক আইনজীবীদের প্যানেলের মনোনীত প্রার্থীরা সারা দেশে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।

বর্তমানে বার কাউন্সিলের ১৪ সদস্যের নির্বাহী কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন সরকার সমর্থক আইনজীবীরা। বর্তমান কমিটিতে সরকার সমর্থক আইনজীবীর সংখ্যা ১০। আর বিএনপি সমর্থক আইনজীবীর সংখ্যা চার।

বার কাউন্সিল নির্বাচনে মোট ১৪ জন সদস্য নির্বাচিত হন। এর মধ্যে সারা দেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে সাতজন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরো সাতজন নির্বাচিত হয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer