Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

বিশ্বকাপে অদম্য বাঘিনীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৭, ১৩ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিশ্বকাপে অদম্য বাঘিনীরা

ছবি : সংগৃহীত

ঢাকা : মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের অবস্থান নিশ্চিত করলো বাঘিনীরা।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত বাছাইপর্বের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের করা ১২৫ রানের জবাবে মাত্র ৭৬ রানে শেষ হয় স্কটিশ মেয়েদের ইনিংস। এই জয়ে প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করেছে বঙ্গকন্যারা।

বাছাইপর্বের শুরুতে বিশ্বকাপে ওঠার সমীকরণে অন্যদের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। পাপুয়া নিউ গিনি, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারালেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত, ম্যাচ শুরুর আগে সালমা-ফারজানাদের সামনে এটাই ছিল একমাত্র সমীকরণ। এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। তবে লক্ষ্যটা বড় হয়নি। নিগার সুলতানা (৩১), শামীমা সুলতানা (২২), আয়েশা রহমান (২০), সানজিদা ইসলাম (১৯) ও ফাহিমা খাতুনের (১৫) ব্যাটে ভর করে ৬ উইকেটে ১২৫ রানের মাঝারি স্কোর দাঁড় করায় বাংলাদেশ।

স্কটিশ মেয়েদের শুরুটা ছিল একেবারে ধীরগতির। দলটি প্রথম ১০ ওভারে তোলে মাত্র ৪০ রান। অবশ্য একটি মাত্র উইকেট হারায় তারা। রুমানা, সালমা, জাহানারা, নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে স্বচ্ছন্দে ছিলেন না স্কটিশ ব্যাটাররা। শেষ ১৪ রানে ৬ উইকেট হারায় দলটি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ৭৬ রান করে শেষ হয় স্কটল্যান্ডের ইনিংস। শনিবার উট্রেক্টে ফাইনালে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে সোনার বাংলার মেয়েরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer