Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ফোর-জি ইন্টারনেটের মান বাড়াবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ফোর-জি ইন্টারনেটের মান বাড়াবে

ঢাকা : চতুর্থ প্রজন্মের (ফোর–জি) প্রযুক্তি চালু হলে দেশে টেলিযোগাযোগ সেবার মান বাড়বে। গ্রাহকেরা আগের চেয়ে দ্রুতগতির ইন্টারনেট পাবেন।

পাশাপাশি উঁচু ভবনে, ঘরের কোনায়, পার্কিংয়ের মতো জায়গায় মোবাইল নেটওয়ার্ক ভালোভাবে পাওয়া যাবে। কারণ, যেকোনো বেতার তরঙ্গ দিয়ে মোবাইল ফোন অপারেটররা এখন ফোর–জি ও অন্যান্য টেলিযোগাযোগ সেবা দিতে পারবে।

একাধিক তরঙ্গ ব্যবহার করে ফোর–জি সেবা দেওয়া হবে, যা ভবনের সব জায়গায় ছড়িয়ে পড়বে। একাধিক তরঙ্গ ব্যবহারের জন্য প্রযুক্তি নিরপেক্ষতা (টেকনোলজি নিউট্রালিটি) পাচ্ছে অপারেটররা। প্রযুক্তি নিরপেক্ষতা হলো যেকোনো তরঙ্গে যেকোনো প্রযুক্তির সেবা দেওয়ার সুবিধা।

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক মঙ্গলবারের তরঙ্গ নিলামে অংশ নেয়। এর মধ্যে বাংলালিংক কিনেছে ১০ দশমিক ৬ মেগাহার্টজ ও গ্রামীণফোন কিনেছে ৫ মেগাহার্টজ তরঙ্গ। 

ফোর–জি সেবা পেতে হলে সিম কার্ড ও হ্যান্ডসেট এ প্রযুক্তির উপযোগী হতে হবে।`

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer