Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

পলিথিনে মোড়ানো মাতৃস্নেহ

ওমর ফারুক শামীম

প্রকাশিত: ১৩:৪২, ১৮ মার্চ ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পলিথিনে মোড়ানো মাতৃস্নেহ

ছবি-লেখক

ঢাকা : উন্নয়ন আর সম্বৃদ্ধির স্রোতে এই চোখভেজা ছবি বুকে কাঁপন ধরিয়েছে। মালিবাগ রেলগেট মোড়ে নির্মাণাধীন ফ্লাইওভারের নীচে পলিথিনে মোড়ানো মা ও তার সন্তানকে এভাবে দেখে চোখ ভিজে এলো।

কাছে গিয়ে জানতে চাইলাম বাড়ি কোথায়। না এই মা উত্তর দিতে পারলেন না। তিনি বাক প্রতিবন্ধী। চেষ্টা করলাম তার ঈশারা বোঝার তাও হলোনা। মায়ের চোখে পানি নেই, শুধু হা করে মুখ নাড়ছে।

শোকে পাথর এই মা শুধু সন্তানকে বাঁচাতে পথচারীদের দিকে চেয়ে সাহায্যের আশায় হাত নাড়িয়ে চলেছেন। সন্তান আর নিজেকে বৃষ্টি থেকে সামলাতে হয়তো কারো দেয়া এই পলিথিনে নিজেকে কোনভাবে গুঁজিয়ে রেখেছে মা।

প্রশ্ন চারদিকে এতো উন্নয়ন, কী করে দেশের সমাজসেবা অধিদফতর? ভাষা হারিয়ে ফেলি। এমন ছবি এই সময়ে!  

লেখক : সাংবাদিক 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer