Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

দেশে ফিরেছে ‘বঙ্গবন্ধু’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৫, ১২ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দেশে ফিরেছে ‘বঙ্গবন্ধু’

ঢাকা: শ্রীলংকায় জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ শেষে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বঙ্গবন্ধু’ রোববার চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে। এর আগে ত্রাণ নিয়ে গত ৫ জুন ‘বঙ্গবন্ধু’ শ্রীলংকার কলম্বো বন্দরে যায়।

ঘূর্ণিঝড়, ভূমিধসসহ আকস্মিক বন্যায় সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে দুর্যোগ কবলিত এলাকায় এ ত্রাণ বিতরণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো হয়। পরে সেই ত্রাণ সামগ্রী শ্রীলংকার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এসময় শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, ডিফেন্স অ্যাটাশে, জাহাজের কর্মকর্তারা এবং দেশটির ওয়েস্টার্ন নেভাল এরিয়া কমান্ডারসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিতরণকৃত ১০৫ টন ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল বিশুদ্ধ পানি, ওয়াটার পিউরিফায়ার, জীবন রক্ষাকারী ওষুধ, বস্ত্র, তাবু, জেনারেটর ইত্যাদি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer