Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

জেনে নিন কোরবানির গরুর যত্ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ১০ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জেনে নিন কোরবানির গরুর যত্ন

ঢাকা : আর মাস খানেক পরেই কোরবানির ঈদ। ঈদের প্রস্তুতি হিসেবে অনেকেই গরু কিনে ফেলেছেন। ঈদের দিন সকালে গরু জবাই করে কাটতে হবে। কিন্তু এই এক মাস গরুটার যত্ন নিতে হবে। এ ক্ষেত্রে আপনি গরুর খামারি না-ও হতে পারেন। এরপরেও গরুটার দেখভাল করতে হবে। জেনে নিন কিভাবে যত্ন নিবেন কোরবানির গরুর।

যা করতে হবে

১. সামর্থ অনুযায়ী সুস্থ-সবল গরু কিনে আনবেন।
২. যথাসম্ভব শান্ত-শিষ্ট গরু কিনলে আরো ভালো।
৩. গরুর জন্য বাড়িতে অস্থায়ী স্থান নির্ধারণ করুন।
৪. গরু রাখার স্থানটি যেন শুষ্ক হয়।
৫. সকাল-দুপুর-সন্ধ্যায় প্রয়োজন অনুসারে খাবার দিন।
৬. দুপুরে ভালোভাবে গোসল করাবেন।
৭. দিনের বেলা খোলা জায়গায় বেঁধে রাখুন।
৮. রাত হলে গরুর নিরাপত্তা নিশ্চিত করুন।
৯. খৈল, ভুষি, তুষ, কুড়া, লবণ, ভাতের মার পানিতে মিশিয়ে খেতে দিন।
১০. সম্ভব হলে মাঠে নিয়ে কচি ঘাস খাওয়াতে পারেন।
১১. মাঠে নেওয়া সম্ভব না হলে বাজার থেকে ঘাস কিনে আনতে পারেন।
১২. চোরের উপদ্রব থাকলে রাতে সতর্ক থাকুন।

যে কয়দিন গরুটি আপনার তত্বাবধানে থাকবে সে সময় প্রচুর পানি খেতে দিন। অতিরিক্ত খাবার দেওয়ার প্রয়োজন নেই। খাবার টাটকা কিনা সেটাও খেয়াল রাখতে হবে। খড়-বিচালিই যথেষ্ট। কিংবা টাটকা ঘাস দিন।

সংগৃহীত 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer