Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কেজিতে ১০ টাকা কমেছে পেয়াজের দাম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ১০ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কেজিতে ১০ টাকা কমেছে পেয়াজের দাম

ঢাকা : তরকারি রান্নার একটি মৌলিক উপাদন হচ্ছে পেঁয়াজ। দফায় দফায় দাম বাড়ার পর প্রতিকেজি পেঁয়াজে দাম কমেছে ১০ টাকা।

গত ৫ মাস ধরে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বেড়েছে পেঁয়াজের দাম। তবে প্রতিকেজি দেশি পেঁয়াজে কমেছে ১০ টাকা। রাজধানীতে এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০ টাকায় আর ভারতীয় পেঁয়াজের ৫৫ টাকা দরে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচ মাস আগে দেশি পেঁয়াজের দাম ছিল ৩১ টাকা ৫০ পয়সা। ভারতীয় পেঁয়াজের দাম ছিল ২৫ টাকা ৭৫ পয়সা।

অবহাওয়া ঠিক থাকলে পেঁয়াজের দাম আরো কিছুটা কমে আসতে পারে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছে, নতুন পেঁয়াজ আসলে আরো দাম কমবে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer