Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ঋতুকালীন ব্যথা কমাবে অ্যাপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮, ৬ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঋতুকালীন ব্যথা কমাবে অ্যাপ

ঢাকা : প্রত্যেক নারীকেই জীবনের কোন না কোন সময়ে ঋতুকালীন ব্যথায় কাতর হতে হয়েছে। এবার এই যন্ত্রণা থেকে নারীদের মুক্তি দিতে বানানো হয়েছে নতুন একটি অ্যাপ।

আমেরিকান জার্নাল অফ অবসটেট্রিকস অ্যান্ড গায়নোকোলজির একটি প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। এই অ্যাপে অ্যাকুপ্রেশারের ফিচার রয়েছে। যেটি ঋতুকালীন যন্ত্রণা দূর করতে সাহায্য করবে।

ঋতুস্রাবের সময় সাধারণত ৫০ থেকে ৯০ শতাংশ মহিলা লোয়ার অ্যাবডোমেনে যন্ত্রণার শিকার হন। এছাড়া এসময়ে মেয়েদের কোমরে পিঠে ব্যথা আর বমি বমি ভাব ইত্যাদি হয়।

এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে অ্যাকুপ্রেশার মাসাজ করতে হয়। ব্যবহারের সম্পূর্ণ বিবরণ দেওয়া রয়েছে এই অ্যাপটিতে। সেটি দেখেই ব্যথা কমানো সম্ভব। তবে কবে এই অ্যাপটি লঞ্চ হবে, সেই বিষয় কিছু জানাননি বিশেষজ্ঞরা।

এই অ্যাপটি তৈরি করার পরে ১৮ থেকে ৩৪ বছরের ২২১জন ঋতুমতী মহিলাদের উপরে সমীক্ষা চালানো হয়। তাদের তিন মাসের জন্য অ্যাকুপ্রেশার যুক্ত অ্যাপটি ব্যবহার করতে দেওয়া হয়। তিন মাস পরে দেখা যায়, মহিলাদের ঋতুকালীন যন্ত্রণা ৫০ শতাংশ কমে গিয়েছে।

সংগৃহীত 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer