Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ঈদের পর এশিয়া কাপের ক্যাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ৮ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঈদের পর এশিয়া কাপের ক্যাম্প

ঢাকা : টেস্ট সিরিজ হারলেও সামগ্রিকভাবে ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভালোই গিয়েছে বাংলাদেশ জাতীয় দলের। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের ২-১ এ সিরিজে হারিয়েছে বাংলাদেশ দল। 

দেশে ফিরে ছুটিতে থাকবেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঈদুল আযহার আগে কোনো অনুশীলন নেই। তবে ঈদের পরপরই অনুশীলন শুরু হবে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল জানিয়েছেন, এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে ঈদের পর। ২৭ বা ২৮ আগস্ট শুরু হতে পারে অনুশীলন।

সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময়ের ব্যস্ততা শুরু হবে বাংলাদেশের। ১৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়া কাপ শেষ হবে সেপ্টেম্বরের শেষ দিকে। অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে থাকবে হোম সিরিজ। তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ১৬ অক্টোবর ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। ১৬ নভেম্বর জিম্বাবুয়ে দল ঢাকা ছাড়বে।

তার একদিন আগেই বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে টাইগারদের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। ২২ ডিসেম্বর শেষ হবে উইন্ডিজদের বিরুদ্ধে হোম সিরিজ।

তারপর জানুয়ারির শুরুতেই মাঠে গড়ানোর কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। যদিও জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিপিএল শুরুর দিনক্ষণ পরিবর্তন হতে পারে। তবে বিসিবির ঘোষণা অনুযায়ী ৫ জানুয়ারি শুরু হবে বিপিএল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer