Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

অন্ধকারের মৃত কুঁড়ি

সৌম্যজিৎ বসাক

প্রকাশিত: ১৪:২৬, ২৭ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অন্ধকারের মৃত কুঁড়ি

 

প্রেমের কুঁড়ি ফুটলো বলে
মিষ্টি গন্ধে হচ্ছে ভোর,
রবির তেজের শেষ স্পর্শে
রাত্রি যেন ধর্ষণখোর।
রাজনীতির মধ্যে থাকে এরা
তকমা পায় ধর্ষক বলে,
বিচারে হয় ফাঁসির হুকুম
নারী তখন কাঁদতে ভোলে।
স্টোনম্যানের ওই শক্ত পাথর
যখন পরে মাথায় মাথায়,
প্রেম তখন ধর্ষণ নয়
খুনির হাতে জিতে দাঁড়ায়।
সময় নাকি ভিক্ষা করে
প্রেমকে বলে ধর্ষিও না,
ধনীর হাতে জল ঝরিয়ে
শরীরটাকে বিকিও না।
মধ্যরাতের ধ্রুপদী আকাশে
নিভে যায় ঐ চাঁদের আলো,
অন্ধকারের নিস্তব্ধতায়
প্রেম ভালোবাসার যুদ্ধ ভালো।
শ্মশানের চিতায় পুড়ে মরে
পবিত্র প্রেমের গভীর ক্ষত,
কবরের জীবন্ত লাশের স্থান
অন্ধকারময় বসুন্ধরার মত।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer