Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

অতলান্তিকের নাগরদোলায়

আকিব শিকদার

প্রকাশিত: ০২:০৪, ২ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অতলান্তিকের নাগরদোলায়

তিনজন ডুবুরি ক্রমানুপাতিক
ডুবছেন-ভাসছেন, যেন মাছের সন্ধানে পানকৌড়ি।
সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে। নদীর স্রোত
এইখানটায় ঘূর্নিবায়ুর মতো, চামচের আঘাতে শরবত
যেমন ঘোরে চক্রাকারে, কাচের গ্লাসে।

সাঁতার না জানা ছেলে, সাথীদের সাথে খেলতে এসে
হয়তো তলিয়ে গেছে স্রোতের অতলে। হয়তো জলপরী
মাছেদের রাজকন্যা, মৎস্যকুমারী তাকে নিয়েছে টেনে
অচেনা জগতে পাতালপুরীর।
তিনজন ডুবুরি, যেন পানকৌড়ি; অপেক্ষমান
তীরের সমগ্র মানুষ। নদী তুমি এতো নিষ্ঠুর কেন!

ছেলেটা ঘোরাতো লাটিম। ইশকুলে তার
খ্যাতি ছিলো লাটিমবাজ বলে, আর ছিল
শিশুপার্কে নাগরদোলায় চড়ার ভিষণ রকম শখ।
তিনজন ডুবুরি অতলান্তিক স্রোতে
পেলো তার সাক্ষাৎ।
যেন সে জলের নাগরদোলায় দুলছে, যেন সে-
জলকুমারীর লাটিম, সূর্যের পাশে ঘূর্ণায়মান পৃথিবী।

নদী তুমি কতো জল ধারণ করো? এই দেখো, ছেলেটার
মায়ের চোখের জলে, বাবার চোখের জলে
পৃথিবীর সমস্ত মানুষ অনায়াসে ডুবে যেতে পারে।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer